Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
85রাজকীয় নীল রঙের কুর্তা, সাদা ধুতি আর মাথায় উত্তরীয় পেঁচিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন ‘প্রেম’। বড়পর্দার এই ‘প্রেম’ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের হার্টথ্রব নায়ক সালমান খান। সুরাজ বারজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিতে প্রেম নাম নিয়ে অভিজাত লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন সালমান।
এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, এই ছবিতে সালমান খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সালমান একদিকে রাজকুমার আর অন্যদিকে একজন সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করবেন। এই দুটি চরিত্রের পুনর্মিলন ঘটাবেন পরিচালক সুরাজ বারজাতিয়া। এই পরিচালকের হাত ধরেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সালমান খানের নায়ক হিসেবে অভিষেক ঘটে। মজার বিষয় ওই প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতেও সালমানের নাম থাকে প্রেম। এ ছবি ছাড়াও সুরাজ বারজাতিয়া পরিচালিত ‘হাম আপকে হ্যায় কৌন’ এবং ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো বাণিজ্যিকভাবে সফল সিনেমায় ‘প্রেম’ নামে অভিনয় করেছেন সালমান খান। অবশ্য গেল কয়েক বছরে ‘দাবাং’-এর চুলবুল পাণ্ডে, ‘কিক’-এর ডেভিল এবং ‘বাজরাঙ্গি ভাইজান’-এর পবনের মারমার কাটাকাট জনপ্রিয়তার কারণে প্রেম নামটি প্রায় ভেসেই যাচ্ছিল বলা চলে। মাঝে শুধু ২০১১ সালের ‘রেডি’ ছবিতে সালমান খান আবারও প্রেম নামের চরিত্র নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন।
রোমান্টিক গল্পনির্ভর ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিটি এ বছরের দ্বীপাবলিতে মুক্তি পাবে। এই ছবিতে সোনাম কাপুর ও অনুপম খেরকেও দেখা যাবে। সঙ্গে দেখা যাবে দু-দুজন সালমানকে। এর আগে অবশ্য ডেভিড ধাওয়ানের ‘জড়ুয়া’ ছবিতেও দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল সালমানকে। দেখা যাক এবারের দুই সালমান দর্শককে দ্বিগুণ আনন্দ দিতে পারেন কি না!