Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫

88শ্রুতি হাসান ‘রামাইয়া বাসতাভিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেই সফলতা পান। এব সময় ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করেন তিনি। এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়। এবার ‘রকি হ্যান্ডসাম’এ রগরগে শ্রুতিকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকেই খোলামেলা হয়ে বিভিন্ন ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। তবে এ ছবিতে তাকে দেখা যাবে আগের চেয়েও বেশি খোলামেলা হয়ে অভিনয় করতে। পুরো ছবিতেই এমন সেক্সসিম্বল ইমেজে অভিনয় করেছেন তিনি। ছবিতে জন আব্রাহামের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শ্র“তি। ছবির একটি গানে জনের সঙ্গে বিছানায় রগরগে দৃশ্যে পারফরম করেছেন।
সম্প্রতি এ গানটির শুটিং হয়েছে বেশ গোপনীয়তা বজায় রেখে। তবে শেষ পর্যন্ত বিষয়টি গোপন রাখা যায়নি। মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে রাতে এ গানটির শুটিং করা হয়েছে। বিকিনি পরে এ পুরো গানে পারফরমেন্স করেছেন শ্র“তি। এর আগে পুরো গানে বিকিনি পরে কখনও কাজ করেননি তিনি। এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্র“তি বলেন, অন্য এক শ্র“তিকে ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে আবিষ্কার করতে পারবেন দর্শক।
এতটা খোলামেলা হয়ে এর আগে কাজ করিনি আমি। তবে অভিজ্ঞতাটা দারুণ ছিল। কারণ সঙ্গে ছিলেন জন আব্রাহাম। তিনি আমার অনেক প্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে রোমান্টিক দৃশ্য করতে ভালই লেগেছে আমার। সব মিলিয়ে আশা করছি ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।