Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
38চলতি বছরের আগস্টে গুণী সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতির ব্লাড ক্যানসার ধরা পড়ে। ঢাকায় বেশ কিছুদিন চিকিৎসা চলার পর চলতি মাসের ৭ তারিখ তাকে নেয়া হয় ভারতের মুম্বইয়ে। সেখানকার রাহেজা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন এ শিল্পী।
চলতি মাসের ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত দ্বিতীয় দফায় তাকে কেমোথেরাপি দেয়া হয়েছে। স্বীকৃতির রক্তের আরও বেশ কিছু উপাদান কমে যাচ্ছিল। তবে গত কয়েক দিনে সেদিক থেকে উন্নতি হয়েছে তার। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন স্বীকৃতির সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার ব্যাপারে।
এ বিষয়ে ফেসবুকে স্বীকৃতির ছোট বোন লাবনী জানিয়েছেন, আল্লাহর অশেষ কৃপায় আপু সব ক’টি কেমো নিতে পেরেছেন। একাধারে দ্বিতীয় দফায় কেমো চলেছে ২৬ তারিখ ঈদের পর দিন পর্যন্ত। সবাই দোয়া করবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যেন তিনি সবার মাঝে ফিরতে পারেন। চলতি মাসের ১২ তারিখ সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে স্বীকৃতি লিখেছেন, কিছু কিছু কথা ভুলে যাই। কিন্তু কথা বলি অনেক, যা বলতে না করে সাকলায়েন (স্বীকৃতির স্বামী) ও লাবনী (স্বীকৃতির বোন)। কয়েক দিন হলো চোখে ঝাপসা দেখি। আর শরীরের হাড়গুলো এত যন্ত্রণা দিচ্ছে! শরীরটা যেন নিজের কেউ না, অপরিচিত কেউ। এদিকে স্বীকৃতির চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। এ সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন দেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি, গুণী ও তরুণ শিল্পীরা। সংগীত সংগঠন আরওয়াইএমবির মাধ্যমে স্বীকৃতির চিকিৎসা ভার নেয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
এ সংগঠনের বাইরেও অনেক শিল্পী, গীতিকার, সুরকার, সংগীতসংশিষ্টসহ সাধারণ মানুষও স্বীকৃতির চিকিৎসায় এগিয়ে আসার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। স্বীকৃতির চিকিৎসায় সহযোগিতার জন্য খোলা হয়েছে একটি ব্যাংক একাউন্টও। শাহনাজ রহমান স্বীকৃতি, এস/বি. এ/সি নম্বর, ১১৭.১০১.২৫১৮৫৩ ডাচ্-বাংলা ব্যাংক, উত্তরা শাখায় যে কেউ স্বীকৃতির চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।