Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
81তানু ওয়েড মানু’ খ্যাত পরিচালক আনন্দ এল রাইয়ের পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যেতে পারে আলিয়া ভাট এবং দিপিকা পাড়ুকোনকে।
আনন্দের আগামী সিনেমার নায়ক হচ্ছেন শাহরুখ, তা নিশ্চিত হলেও এখনও নায়িকা চূড়ান্ত হয়নি।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, কিং খানের বিপরীতে দেখা যেতে পারে দিপিকা ও আলিয়াকে।
“দুটো নায়িকা চরিত্রের জন্য অনেকেরই নাম উঠে আসছে, এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দিপিকা ও আলিয়ার নাম।”
আরেকটি সূত্র বলছে, সিনেমাটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন দিপিকা। ‘বাজিরাও মাস্তানি’ ও ‘তামাশা’র শুটিং শেষে এখন শিডিউল ফাঁকা রয়েছে তার। ওদিকে নভেম্বর মাস থেকে ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি শিন্ডের নতুন সিনেমায় শাহরুখের বিপরীতে কাজ করবেন আলিয়া। এর পরপরই আনন্দের সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আরেকটি সুত্র থেকে জানা যায় “ ‘তামাশা’ বা ‘বাজিরাও মাস্তানি’র পর কোনো ছবিতেই দিপিকা এখনো কাজ শুরু করেননি বা করছেন না তাই সমূহ সম্ভাবনা আছে তার এই ছবিতে কাজ করার। অন্য দিকে আলিয়া সামনের নভেম্বরে শাহরুখ খানের সঙ্গে গৌরি শিন্ডে পরিচালিত ছবিতে কাজ শুরু করবেন। যদিও শারুখ গৌরির ছবি শেষ করার পরই রাইয়ের ছবিতে কাজ শুরু করবেন। তাই আনুষ্ঠানিকভাবে ছবিটির নিয়ে কোনো রকম ঘোষণা দেয়া আলিয়ার জন্য মুশকিল।তবে খুব শিগগিরই পূর্ণ ঘোষণা আসবে”।