খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান রহমান খান। হজব্রত পালন শেষে সুস্থভাবে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন তিনি। এ যাত্রায় তাহসানের সঙ্গী ছিলেন তার মা।
দেশে ফিরে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাহসান বলেন, ‘একটি সুন্দর ইচ্ছে পূরণ হলো। সবার দোয়ায় ভালোভাবে দেশে ফিরেছি। এবার হজ পালন করতে গিয়ে দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা।’
তাহসান জানান, গভীর রাতে বিমানবন্দরে পৌঁছার কারণে সব জিনিসপত্র সঙ্গে নিয়ে বাসায় ফেরা সম্ভব হয়নি তার। আজ সেগুলো সংগ্রহ করবেন তিনি।
এদিকে তাহসান অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে এবারের ঈদে। এর মধ্যে ‘টু এয়ারপোর্ট’, ‘প্রিয়তমেষু’, ‘আজ শুভদিন’ অন্যতম। বরাবরের মতো এবারও তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।