খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
অভিনয়ের জন্য দ্বিগুণ পারিশ্রমিক চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি এখন ছবি প্রতি ৮-১০ লাখ টাকা দাবি করছেন। এর আগে পপি ২০১২ সাল পর্যন্ত প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা করে নিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে দ্বিগুণ পারিশ্রমিক দাবি করায় মিডিয়া অঙ্গনে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এমন খবর প্রকাশ পায় দেশের বেশ কিছু অনলাইন গণমাধ্যমে। তবে এই খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান পপি। তিনি বলেন কিছু পাগল আছে যারা কিছু না বুঝে কাজ করনে।
প্রশ্ন: চিত্রনায়িকা পপি আকাশছোঁয়া পারিশ্রমিকের দাবি করছে। এই কথাটি কতটুকু সত্য?
উত্তর: পাগলে কি না বলে, ছাগলে কি না খায়!
প্রশ্ন: আপনার পারিশ্রমিকের বিষয় নিয়ে পরিচালক রফিক শিকদার বলেছেন, পপির কাছে সিডিউল চাইতে গেলে তিনি ১০ লাখ টাকা চেয়ে বসেন এই কথা তিনি কেন বললেন?
উত্তর: আমি জানিনা আসলে তিনি এ কথা বলেছেন কিনা। তবে আমি অনেক আগে থেকে কাজ করি বা আগামীতে করতে চাই। কিন্তু আমার কথা হচ্ছে এই সব উল্টা পাল্টা মিথ্যা খবর মিডিয়াকে দিয়ে আমাকে ছোট করা এ ছাড়া কিছুই না। আর আমার মনে পড়ছে না আমি কবে উনাকে টাকার লেনদেন নিয়ে কথা বলেছি। এটা মিথ্য ও ভিত্তিহীন।
প্রশ্ন: ‘পদ্মপাড়ের পার্বতী’ ছবিতে আপনার পারিশ্রমিক বেশি দাবী করেন?
উত্তর: না সেটা কেন? আর এই নামে ছবিতে কোন পরিচালক আমাকে বলেনি। আর যদি বলতো আমি বিষয়টি ভেবে দেখতাম। আমি বুঝছিনা কেন এই ধরনের খবর প্রকাশ করা হয়েছে। আমি ভাল কাজে উৎসাহ দেই।
প্রশ্ন: পারিশ্রমিক নিয়ে আপনার মতামত কি সেটা যদি আপনার ভক্ত আর আমাদের পাঠকদের উদ্দেশ্যে বলতেন।
উত্তর: মূল কথা হচ্ছে ডিজিটালের নামে যে সস্তা ছবি তৈরি হচ্ছে সেটাতে আমি কাজ করতে চাইনা। একটা ছবিতে মদের বাজেট থাকে, খাওয়া দাওয়ার বাজেট থাকে, বেড়ানোর বাজেট থাকে, ক্যামেরার বাজেট থাকে, কিন্তু একটা শিল্পীকে সঠিক পারিশ্রমিক দিতে কষ্ট হয় তাদের। শিল্পীদের পারিশ্রমিক দিতে গিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়। দেশের শিল্ফীকে সঠিক পারশ্যমিক দেওয়া হয়না। চার ভাগের তিন ভাগ মেরে দেওয়া হয়। আমার সঠিক মূল্য পাইনা।
এক সময় আমার ছবি নিয়ে কোটি টাকা ব্যবসা করেছে অনেক পরিচালক। কোটি টাকা ইনকাম করার পর একটা ফুল কিনেও আমাকে পুরস্কার দেননি তারা। ব্যসবা করে গুলসান, বনানীর মতো যাইগায় বাড়ী করে রয়েছেন। আর এখন কেন তারা আমাদের মূল্যায়ন করবেন না। আমি আমার শ্রমের মূল্য না পেলে কি ভাবে কাজ করবো?
প্রশ্ন: তাহলে আপনি বলতে চাচ্ছেন সঠিক পারিশ্রমিক পেলে আপনি কাজ করবেন?
উত্তর: আমি ভালো কাজ করতে চাই আর সেই সাথে আমার পারিশ্রমিক তো দিতে হবেই। ভাল কিছু পেতে হলে দাম টাও ভাল দিতে হয়। রাস্তার পার্শ্বে হোটেলে খাওয়া যায় আবার দামী কোন হোটেল খেতে মন চাই। এখন সেটা নির্ভর করে পকেটের টাকার উপরে। আমার টাকা নাই আমি কেন ভাল খাওয়ার স্বপ্ন দেখবে। আমি এটুকু বলতে চাই আমি কাজ করতে চাই কিন্তু সঠিক পারিশ্রমিক আমাকে দিতে হবে। ভাল কাজের বেশি পারশ্রমিক এটাই স্বাভাবিক।
প্রশ্ন: সম-সাময়িক বিষয় নিয়ে আর কিছু বলতে চান আপনি?
উত্তর: আমি নিজেকে মনে প্রাণে একজন শিল্পী মনে করি। কেউ যদি আমাকে নিয়ে উল্টা পাল্টা বলে সেটাতে আমার কিছু করার নাই। আামাদের বাংলাদেশে শিল্পীকে প্রাধান্য দেওয়া হয়না। আর এটা খুব দু:খ জনক বিষয়। ভালো কাজের জন্য আমি সব সময় আছি। যে আমার কাজ দেখে মূল্যয়ন করবে আমি তার কাজ করবো। আমি তাড়াতাড়ী করে কোন কাজ করতে চাইনা বা করিনা। আপনার দেখেছেন প্রতি বছর ঈদে আমার কাজ টিভিতে যায়। আমি কিন্তু টিভির জন্য বেশি কাজ করিনা। বছরে একটা দুটা কাজ করি।
প্রশ্ন: আপনার দর্শক আমাদের পাঠকদের জন্য কিছু বলুন।
উত্তর: আমি খুব লাকি, আমি যে সময়ে আসছি সেখানে কিছু ভালো ছবি করতে পেরেছি। আর দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমি আগামীতে আরো ভাল কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা সত্য মিথ্যা যাচাই করবেন। কান কথায় কান লাগাবেন না। আপনাদের সবার জন্য শুভ কামনা।