Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
87বলিউড অভিনেত্রী আলিয়া মাত্র ২২ বছরেই ইন্ডাস্ট্রিতে বেশ নাম কুড়াতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু হঠাৎই স্লিম হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন আলিয়া। সব সম্ভবনার কথা উড়িয়েই দিলেন নায়িকা। এমনিতেই বেশ হালকাই গড়ন তাঁর। বলিউডে এও শোনা যাচ্ছে, সম্প্রতি অস্ট্রিয়ায় বেড়াতে গিয়ে নিজেকে ‘ডিটক্সিফাই’ করেছেন আলিয়া। বেড়াতে গিয়েও এত স্বাস্থ্য সচেতন নায়িকা!
আলিয়া জানান, সাধারণত ছুটি মানেই খাওয়া-দাওয়া। তবে আমি একটু স্বাস্থ্যকর ছুটি কাটালাম। আমি এমন ছুটি আরও কাটাতে চাই। সব মিলিয়ে রোগা হওয়ার আনন্দে মজে রয়েছেন আলিয়া। রোগা হওয়ার পর ড্রেসগুলো আমায় আরও ভাল মানাচ্ছে। তবে কেউ কেউ বলছেন, এত রোগা হয়েছি, যে মাঝে মাঝে চিন্তা হচ্ছে শরীর খারাপ না হয়ে যায়!
উল্লেখ্য, প্রায় এক বছর হয়ে গেল আলিয়ার কোনও ছবি মুক্তি পায়নি। তবে এই ফাঁকে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন মহেশ-কন্যা। আর সেটা হচ্ছে ওজন কমিয়ে আরও ঝরঝরে হয়েছেন আলিয়া।