Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ৎ
7সাম্প্রতিককালে বাংলা চলচ্চিত্রের জগতে একটি আলোচিত নাম ববি। একের পর এক সিনেমায় প্রতিনিয়ত ক্যামেরার সামনে নিজেকে দাঁড় করাচ্ছেন তিনি। তবে এবার একটু স্বাদ পাল্টাতে চান ববি। আর তাই দেশ ছেড়ে দেশের বাইরের নায়কদের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করতে প্রস্তুত ববি।
এরই ধারাবাহিকতায় এবার বলিউডের নায়কের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ববি। এ ছবিতে ববির সাথে দেখা যাবে ‘টারজান- দ্য ওয়ান্ডার কার’ দিয়ে বলিউডে অভিষেক হওয়া ভাটশাল শেঠকে। এছাড়াও ছবির সংগীত পরিচালনা থেকে চিত্রগ্রহন সবখানে থাকছে বলিউডের নামকরা ও জনপ্রিয় ব্যক্তিরা। জানা গেছে, ইফতেখার চৌধুরীর নির্মিতব্য এ ছবিটির নাম ‘মালটা’।
বাংলাদেশ-মালটার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মালটা’ ছবিটির সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মাল্লিকের ভাগ্নে আরমান মাল্লিক।
চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়া’য় চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এর নৃত্য পরিচালক আদিল শেখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে মালটা ছবির কাজ শেষ হবে। ভাটশাল ও ববি ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন এপার ও ওপার বাংলার অনেক শিল্পী।
এ বিষয়ে ববি বলেন, এটা আমার জন্য বিশাল ব্যাপার। নতুন নায়কের সাথে কাজ করার অভিজ্ঞতাও আলাদা। আমি অবশ্যই সর্বোচ্চ ভালোটা দেয়ার চেষ্টা করবো।