খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
খোলামেলা পোশাক পরে পোজ দেওয়ার জন্য সুখ্যাতি রয়েছে ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসনের। সম্প্রতি একটি সাময়িকীর প্রচ্ছদের জন্য আবারও খোলামেলা পোজ দিয়েছেন তিনি।
বুধবার মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সে এসেও সাময়িকীর প্রচ্ছদের জন্য খোলামেলা পোজ দিয়েছেন পামেলা অ্যান্ডারসন। এর মাধ্যমে ভক্তদের কাছে নিজের হট ইমেজ আবারও তুলে ধরলেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, যতই দিন যাচ্ছে ততই যেন বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন দুই সন্তানের জননী পামেলা। এই বয়সে এসেও তারুণ্য ধরে রেখেছেন তিনি। এরইমধ্যে তার শর্ট ব্লন্ড হেয়ার ছবিটি বেশ সাড়া ফেলেছে। সেইসঙ্গে পামেলার সাদাকালো অন্য স্টাইলিশ ছবিটিও তুলেছে আলোড়ন।
‘প্লেবয় ম্যানসনে’ নিজের ফেলে আসা সদ্য অতীত সম্পর্কে পামেলা এফএইচএম সাময়িকীকে বলেন, ‘তখন খুবই সেক্সি সময় ছিল। বলতে গেলে বুনোর মতো। তবে শ্রদ্ধাপূর্ণ। ওই সময়টাতে বরাবরই সুন্দর কোনো পুরুষকে কাছে পেতে ইচ্ছে করত।’