Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
28বোনের বিয়ের পর থেকেই বিয়ে বিয়ে মন হয়েছে প্যারিস হিলটনের। চলতি বছরের শুরুতে বোন নিকির বিয়ের সময়ই প্যারিস জানিয়েছিলেন, বোনের বিয়ের পরই বিয়ে করার ইচ্ছে রয়েছে তার। সেই অনুযায়ী এবার বিয়েটা সেরেই ফেলতে চলেছেন ৩৪ বছরের ‘সিম্পল লাইফ’ তারকা প্যারিস। এই বছরের শুরু থেকেই সুইস বিজনেসম্যান টমাস গ্রসকে ডেট করছেন প্যারিস। স্পেনের ইবিজায় প্রথম দেখা। আলাপ গড়ায় বন্ধুত্বে। মাত্র ৪ মাসের মধ্যেই প্যারিস বুঝে গিয়েছিলেন টমাসই হতে পারেন তার আদর্শ জীবনসঙ্গী। বোনের বিয়ের পর থেকে তার বিয়ে নিয়েও উড়ে আসছিল নানা টুকরো প্রশ্ন। তাই আগামী বছরের গোড়াতেই টমাসের সঙ্গে নতুন জীবন শুরু করতে চান তিনি। সূত্রে খবর, বিয়ের পরই মা হওয়ার কথা ভাবছেন নিকি। প্যারিস চাইছেন তার ও নিকির জীবনে একসঙ্গেই আসুন মাতৃত্ব।