Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
29ভূতের সঙ্গে বং-বিউটি বিপাশা বসুর বরাবরই একটা সম্পর্ক রয়েছে। ছোটবেলায় ভূতে বেশ ভয় পেতেন তিনি। আর ফিল্মি ক্যারিয়ারে একের পর একটা ‘হরর ফিল্ম’-এ অভিনয় করেছেন। ‘রাজ’, ‘ক্রিয়েচার ত্রি-ডি’, ‘অ্যালোন’-এর মতো ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। এ বার ছোটপর্দাতেও ভূতের হাত ধরেই ‘এন্ট্রি’ নিচ্ছেন বিপাশা। অর্থাৎ ভূতের গল্প নিয়ে সিরিয়ালে ছোটপর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন নায়িকা। ওই টিভি সিরিজের নাম ‘ডর সবকো লাগতা হ্যায়’। তবে অভিনয় নয়, ওই টিভি সিরিজে হোস্টের ভূমিকায় থাকবেন বিপস্। কয়েকটি ছোট ছোট গল্প নিয়ে শুরু হবে নতুন এই সিরিজ। জানা গিয়েছে, আগামী নভেম্বরে এর ট্রেলার লঞ্চ হবে। তার পরই ছোটপর্দায় দেখা যাবে নতুন ভূতের গল্প।