খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
১২ নভেম্বর থেকে দেশের প্রথম আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট-২০১৫’ শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ উৎসব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশনের আয়োজনে এ উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশন এবং সান ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, স্বনামধন্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, আর্টস ইন্টারএ্যাকশনের প্রতিষ্ঠাতা অ্যালান টুইডি এবং সান ইভেন্টসের বিজনেস অ্যাডভাইজার টুটলি রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা এ আয়োজনের সাফল্য কামনা করে ধারাবাহিকভাবে এ উৎসব চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এটা অনেক সুন্দর একটি আয়োজন হতে যাচ্ছে। লোকসংগীত হলো আমাদের ঐতিহ্যের প্রতীক। এ ধারাটি নিয়ে এরকম একটি আন্তর্জাতিক উৎসব আয়োজন লোকসংগীতের প্রতি তরুণ প্রজন্মকে আরও আগ্রহী করে তুলবে বলেই আমার বিশ্বাস। সংবাদ সম্মেলন থেকে জানানো হয় আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট-২০১৫’ ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত। বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। মাছরাঙা চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এ ফোক ফেস্টিভালে বাংলাদেশের শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করবেন ফরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, রব ফকির, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শফি মণ্ডল, নাশিদ কামাল, সদানন্দ সরকার, নিশিকান্ত সরকার, কাজল দেওয়ান, মিনু বিল্লাহ, লুবনা মরিয়ম, লাবিক কামাল গৌরব ও ম্যাজিক বাউলিয়ানাসহ আরও অনেকে। অন্যদিকে পাকিস্তান থেকে আবিদা পারভীন, সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, রাজস্থান ফোক গ্রুপ, অর্ক মুখার্জি, পবন দাস বাউল, পার্বতী বাউল, আয়ারল্যান্ড থেকে নিয়াভ নি কারা, চীনের ইউনান আর্ট ট্রুপ ও মিশর থেকে আরেক্সন্দ্রিয়া ডান্স ট্রুপ উৎসবে অংশ নেবে।