খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
বলিউড অভিনেত্রী কাজল বলেছেন, আমার সন্তান আমাকে শেখায় আমি যা বলি তা যেন করি। সম্প্রতি শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার এক প্রচারণায় এ কথা বলেন তিনি।
বিখ্যাত ‘দিলওয়ালি’ ছবির ৪১বছর বয়সী এ অভিনেত্রী মনে করেন, শিশুদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে মৌলিক বার্তাগুলো পৌছে দিয়ে তা শুধু পালন করতে বললেই হবে না বরং আমাদের নিজেদের বাস্তবায়নের মাধ্যমে তাদের তা শেখাতে হবে। যাতে করে আমরা এ বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছি তা যেন তারা উপলব্ধি করতে পারে। আর আমি এটি শিখেছি আমার সন্তানের কাছ থেকে।
তিনি বলেন, তারা ধর্মকে মেনে চলে এটা করতে পারলে আমিও করতে পারব। আমরা শিশুদের ইউভি রশ্মিতে দেখাব জীবাণু দেখতে কেমন দেখায়। এতে করে তারা বুঝতে পারবে কেন আমরা তাদের হাত ধুতে বলি।
অভিনেত্রী কাজল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্য বজায় রাখতে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
এবিষয়ে তিনি বলেন, আপনি সরকারের সাহায্য প্রত্যাশা করছেন। শুধু এনজিও’র পক্ষে একা এ কাজ করা সম্ভব নয়। গোটা রাষ্ট্রকেই এ নিয়ে কখা বলতে হবে। আমরা সরকারের সাথে কথা বলেছি। সরকার আমাদের সহযোগিতা করছে। খবর এনডিটিিিভর।
এদিকে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘স্বচ্ছ ভারত অভিযান’ পরিচালনার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।