Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
64বনী দক্ষিণ কোরিয়া থেকে পড়াশুনা শেষে দেশে ফিরেছে। বাবার ইচ্ছা তার কোনো একটা ব্যবসার হাল ধরবে মেয়ে। কিন্তু নববীর ইচ্ছা গবেষণা করা। ফেসবুকে বিজয় নামের কলেজ সহপাঠীর হদিস পায় নবনী। বিজয় ভাল ক্যামেরা চালায়।
গবেষণার কাজে একদিন তারা তিন্নি নামের একজনের ইন্টারভিউ নিচ্ছিল। কথা প্রসঙ্গে জানা যায় তিন্নি অন্ধদের স্কুলে পড়ায়। পরদিন নবনী ও বিজয় সে স্কুলে যায়। ঠিক করে ফেলে এটাই হবে তাদের ডকুমেন্টারি প্রজেক্ট। পরদিন আবারও ওই স্কুলে যায় তারা। ফিরে আসার সময় নবনী শুনতে পায় বেহালার করুণ সুর। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে।
এমনই গল্পে ‘কেন মেঘ আসে’ নামের টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব ও প্রসূন আজাদ। গৌতম কৈরীর রচনা ও পরিচালনায় আরও অভিনয় করেছেন আল মামুন, মম মোর্শেদ, শামীমা তুষ্টি প্রমুখ।
এনটিভিতে শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘কেন মেঘ আসে’।