Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
65ফের আলোচনায় তিন্নি! এক তরুণের সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি নিয়ে ফেসবুকে ঝড় উঠেছে। রাখঢাক না করে ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিন্নি। মিডিয়াপাড়ায় পাড়ায় চলছে কানাঘুষা। ছেলেটি কে? ছবির ক্যাপশনগুলো রোমান্টিকতায় ভরা, ‘সী অ্যান্ড মি’ (লাভ চিহ্ন)।
অনেকেই ধারনা করছেন, নতুন জীবনের পথে এগুচ্ছেন তিন্নি। ঘুরে ফিরে সেই প্রশ্নটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, ফের বিয়ে করছেন তিন্নি? নাকি বিয়ে করেই ফেলেছেন! এমনও সন্দেহ করছেন অনেকেই। তবে ঘটনার সত্যতা জানতে তিন্নির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। তারপর দুজনের ছাড়াছাড়ির পর আর সংসার বাধেননি তিন্নি।