Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
67প্রথম ম্যাচের পর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও হেরেছে সালামারা। বাংলাদেশ নারী দলকে ৩৪ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। এর মধ্য দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
এদিন করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান নারী দলের অধিনায়ক। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী দলকে ১১৫ রানের লক্ষ্য বেধে দেয় পাকিস্তান নারী দল। কিন্তু সিরিজে সমতা আনার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগ্রেসরা। এক পর্যায়ে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে সালমা-রুমানারা। এতে জয়ের স্বপ্নটাও ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮০ রান করতে সমর্থ হয় সালমা খাতুনের দল।
দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন মিডল অর্ডারে নামা রুমানা আহমেদ। অধিনায়ক সালমা খাতুন ১০, রিতু মনি ১৭ ও লতা মন্ডল ১০ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তান নারী দলের হয়ে সুমাইয়া সিদ্দিক ও নিদা ধর ২টি করে উইকেট নেন। অফস্পিনার সানা মির ১টি উইকেট লাভ করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৪ রানের ফাইটিং স্কোর করে পাকিস্তান নারী দল। দলের হয়ে ওপেনার মারিনা ইকবাল ৩৩ ও আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ২০ রান। ওয়ান ডাউনে নামা বিসমাহ মারুফ ৪৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার ২টি উইকেট লাভ করেন। অধিনায়ক সালমা খাতুন ও লতা মন্ডল নেন ১টি করে উইকেট।
ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন পাকিস্তানের বিসমা মারুফ।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার প্রথম ম্যাচে ২৯ রানের জয় পায় স্বাগতিকরা।