Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
90পুরুষ দলগুলোর মতো এবারে প্রমীলা দলগুলোরও র‌্যাঙ্কিং চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রথমবারের মতো ঘোষিত হয়েছে প্রমীলা দলগুলোর এই র‌্যাঙ্কিং। এতে বাংলাদেশের অবস্থান নবমস্থানে।
মোট ১০ দল নিয়ে ঘোষিত র‌্যাঙ্কিংয়ের প্রথম স্থানটি দখল করেছে অস্ট্রেলিয়ান প্রমীলা ক্রিকেট দল। এরপর যথাক্রমে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
প্রমীলা ক্রিকেটকে এগিয়ে নিতে বেশি পরিমাণ বিনিয়োগ ও প্রচার-প্রচারণার দীর্ঘমেয়াদি প্রতিশ্র“তির অংশ হিসেবেই প্রমীলা দলগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। র‌্যাঙ্কিং করার ক্ষেত্রে দলগুলোর গত ৩-৪ বছরের পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে।