Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
51ভারতে পাচার কালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে সাত কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের স্বর্ণ চোরাকারবারী জহুরুল ইসলামের বাড়ি থেকে এসব স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য আনুমানিক প্রায় আড়াই কেটি টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ চোরাকারবারী জহুরুল ইসলামসহ চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।