Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
60গাইবান্ধার সুন্দরগঞ্জের ব্র্যাক মোড়ে সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে তৃতীয় শ্রেণির ছাত্র সৌরভ (১০) আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর ৫ টা ৪০ মিনিটে গোপালচরণ ব্র্যাক মোড়ে এই ঘটনা ঘটে। আহত সৌরভ রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। সৌরভের বাবা সাজু মিয়া জানান, সৌরভ ভোরে ঘুম থেকে উঠে চাচার সঙ্গে রাস্তায় হাঁটাহাটি করছিল। এ সময় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন গাড়িতে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি ব্র্যাক মোড়ে গাড়ি থামিয়ে এক ব্যক্তিকে ডাক দেন। ডাকে সাড়া না দিয়ে ওই ব্যক্তি দৌঁড় দিলে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েন সাংসদ । এতে ঘটনাস্থলে থাকা সৌরভের ডান পায়ের হাঁটুর নিচে দুটি ও বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ সৌরভ মাটিতে লুটিয়ে পড়লে কাছাকাছি থাকা তার চাচা শাহাজাহান এগিয়ে আসেন। পরে সাংসদ লিটন শাহাজাহানের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হন। শাহাজাহান প্রাণ ভয়ে দৌঁড়ে বাড়িতে পালিয়ে যান। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ সৌরভকে গুরুতর অবস্থায় প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে রমেকে স্থানান্তর করা হয়। তিনি আরো জানান, মেডিক্যালে নেওয়ার পথে সাংসদ লিটন ও তার লোকজন সৌরভকে বহনকারী অ্যাম্বুলেন্সটির পথরোধ করে। পরে তারা কৌশলে সেখান থেকে রমেকে যান। সৌরভের বাবা অভিযোগ করেন, সাংসদ লিটন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তিনি সাংসদ লিটনকে গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবি জানান। আহত শিশুটি বর্তমানে রমেক শিশু বিভাগের ১৮ নং সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহফুজুল ইসলাম জানান, শিশুটির গুলি কী অবস্থায় আছে তা এক্সরে করে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, ‘শিশু গুলিবিদ্ধের খবরটি আমি শুনেছি। আমি ইতোমধ্যেই সুন্দরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা যাবে।’ এ ব্যাপারে সাংসদ লিটনের সঙ্গে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।