Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
62রূপালী পর্দার ঝলমলে রূপের বিপরীতে রয়েছে তারকাদের ব্যক্তিগত জীবনের বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব। প্রেম, বিবাহ ও বিচ্ছেদ এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। এর মাঝে জুটি যদি হন দুই তারকা— তাহলে তো কথাই নেই। বিচ্ছেদের অন্তরালের ঘটনা নিয়ে ব্যস্ত থাকেন সাংবাদিকরা। স্বাভাবিকভাবে বেশিরভাগ সংসার ভাঙা তারকা কখনো পরস্পরের মুখোমুখি হতে চান না। মন্তব্য করা তো দূরের কথা। আবার কিছু তারকার ক্ষেত্রে একদম উল্টো। বরং তারা সারাজীবন বন্ধু থাকার পণ করেন। সম্প্রতি হয়ে গেল ‘ট্রাফিক সিগন্যাল’ জুটি কঙ্গণা সেন শর্মা ও রণবীর শোরের ছাড়াছাড়ি। সে সূত্রে জেনে নিন বলিউডের ৫ ‘মিউচুয়াল সেপারেশন’র কাহিনী— কঙ্গনা সেন শর্মা-রণবীর শোরে : বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধারার সিনেমায়ও দেখা যায় তাদের। সে পরিচয়সূত্রে প্রেম ও বিয়ে। ঘরে আছে চার বছরের ছেলে হারন। কয়েক বছর ধরে তাদের বিচ্ছেদ গুজব চলছিল। সম্প্রতি তাদের দেখা যায় ‘গোর হরি দাস্তান’ সিনেমার প্রচারণায়। এমনকি এ সিনেমায় কঙ্গণাকে নেওয়ার প্রস্তাবও ছিল রণবীরের। সবাই ভেবেছিল এই বুঝি সম্পর্ক পুরনো ফর্মে ফিরে এলো। কিন্তু দু’দিন পরই তারা ঘোষণা দিলেন বিবাহ বিচ্ছেদের। চার বছরের দাম্পত্য জীবনের কথা স্মরণ করে জানান, তারা আজীবন বন্ধু থাকবেন। একসঙ্গে সন্তানের দেখভাল করবেন। হৃতিক রোশন-সুজান খান : বলিউডের গ্রেসফুল দম্পতিদের অন্যতম ছিলেন হৃতিক রোশন-সুজান খান। দু’জন মিডিয়া মুঘল পরিবার থেকে আসা। ১৪ বছর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। ছোটবেলার দুই বন্ধু বিয়ে করেন ২০০০ সালে। তাদের রয়েছে দুই সন্তান- রিহান ও রিধান। ২০১৪ সালে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে আহত হয়েছে লাখো হৃদয়। যদিও জানা যায়নি, কেন এ বিচ্ছেদ। হৃতিক এক বিবৃতিতে সে সময় জানান, সুজানের জন্য সারাজীবন তার ভালবাসা থাকবে। অন্যদিকে সুজানও জানান, হৃতিকের প্রতি তার শ্রদ্ধা কখনো কমবে না। এর পর সুজান ও অর্জুন রামপালকে নিয়ে গুজব উঠলে হৃতিক সাবেক স্ত্রীর পক্ষ নেন। আমির খান-রিনা দত্ত : ১৯৮৬ সালে বিয়ে করেন তারা। তাও আবার পালিয়ে বিয়ে। তাদের রয়েছে দুই সন্তান জুনায়েদ ও ইরা। রিনা বিখ্যাত সিনেমা ‘লাগান’ (২০১১) প্রযোজনা করেন। আর ওই সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ রাও। পরের বছর রিনার সঙ্গে ছাড়াছাড়ি হলে আমির বিয়ে করেন কিরণকে। এভাবে সমাপ্ত হয় তাদের ১৬ বছরের দাম্পত্য জীবনের। তবে আমির ও রিনার মধ্যে এখনো সুসম্পর্ক বিদ্যমান। রিনাকে প্রায়শই ‘পিকে’ অভিনেতার নানান অনুষ্ঠানে দেখা যায়। আমির সব সময় তাকে নিয়ে শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। কালকি কোচিন-অনুরাগ কাশ্যপ : ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেব ডি’ পরিচালনা করেন অনুরাগ কাশ্যপ। আর ওই সিনেমায় অভিষেক হওয়া অভিনেত্রী কালকি কোচিন পান দারুণ প্রশংসা। বলিউডে পায়ের নিচে পান শক্ত মাটি। এর দুই বছর তারা বিয়ে করেন। সংসারও টেকে দুই বছর। ২০১৩ সালে তাদের ডিভোর্স হয়। ওই সময় গুজব ওঠে অভিনেত্রী হুমা কোরেশীর কারণে তাদের সংসার ভাঙন। কিন্তু কালকি প্রতিবাদ করে হুমাকে অপবাদ থেকে রেহাই দিতে বলেন সবাইকে। সম্প্রতি জানান, অনুরাগের সিনেমায় অভিনয়ে তার আপত্তি নেই। অন্যদিকে অনুরাগ জানান, তার জীবনের বড় ক্ষতি হল কালকিকে হারানো। পূজা ভাট-মুনিশ মাখিজা : ২০০৩ সালে ‘পাপ’ সিনেমার সেটে পরিচয় হয় অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট ও অভিনেতা-উপস্থাপক-সহকারী পরিচালক মুনিশ মাখিজার। এর পর পরই তারা বিয়ে করেন। কিন্তু ১১ বছর ঘর করার পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। সারাজীবন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথাও জানান সংবাদমাধ্যমকে। তার রেশ এখনো বিভিন্ন উপলক্ষে পাওয়া যায়।