Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
7পারিবারিকভাবে ছিলেন এক ধর্মে কিন্তু শুধুমাত্র পছন্দের পুরুষকে বিয়ের জন্য তারা নিজেদের ধর্মকে পরিবর্তন করেছেন। হয়েছেন ধর্মান্তরিত। এমনই ৫ বলিউড কন্যার কথা জানাব আপনাদেরকে। যার জন্য হয়েছেন ধর্মান্তরিত, যদিও শেষ পর্যন্ত অনেকের ভাগ্যেই সেই মানুষটির সাথে সারাজীবন থাকাও হয়নি। অমৃতা সিং অমৃতা সিং ভারতের শিখ পরিবারে জন্ম গ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তিনি ১৯৯১ সালে সাইফ আলি খানকে বিয়ে করার আগে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন। ২০০৪ সালে তাদের তালাক হয়ে যায়। নাগমা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ১৯৬৯ সালে মুম্বাইতে বসবাসরত মারারজিকে বিয়ে করেন। তিনি তার ভালবাসার জন্য হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিন্তু, ১৯৭৩ সালে তার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। নার্গিস দত্ত নার্গিস দত্ত মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজের নাম বদলে রাখেন নির্মলা দত্ত। ১৯৫৮ সালের ১১ মার্চ তিনি বিয়ে করেন। তাদের ৩ সন্তান যথাক্রমে সঞ্জয় দত্ত, নম্রতা ও প্রিয়া। আয়েশা টাকিয়া টারজান এবং ওয়ান্টেড খ্যাত আয়েশা টাকিয়া ২০০৯ সালে ভালোবেসে বিয়ে করেন একজন রাজনীতিবিদ ও হোটেল ব্যবসায়ীকে। ফারহান আজমি নামের যুবককে মুসলিম রীতিতে বিয়ে করেন আয়েশা টাকিয়া। শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুর বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফিল্ম ক্যারিয়ার শুরু করেন। শর্মিলা ঠাকুর ক্রিকেটার নবাব মনসুর আলী খানকে ১৯৬৯ সালের ৭ ডিসেম্বর বিয়ে করে নিজের নাম আয়েশা বেগম সুলতানা রাখেন।