Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
13স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। বাড়ছে একটা অভিযোগও। “আরে ভাই চার্জ থাকে না মোবাইলে।” মোবাইলের চার্জার ব্যবহারের ঝক্কি কমাতে ইতিমধ্যেই বাজারেই এসেছে পাওয়ার ব্যাঙ্ক। কিন্তু, তাতেও সমস্যা কমেছে কই ! সব চার্জার আবার যেখানে সেখানে “ফিট” হয় না। মানে চার্জ নেয় না। এই তো সেদিন, হামিদের দোকানে চার্জ দিতে গিয়ে মহামুশকিলে পড়েছিল শোভন। খুব দরকার এদিকে, চার্জার সেøা। কিছুতেই জলদি চার্জ নিচ্ছে না। রাগের মাথায় ছুঁড়ে দিয়ে শোভন বলেই ফেলেছিল, “আরে ধুর, চার্জার নাকি ব্যাঙের ছাতা।” মুশকিল আসান কি না বলা কঠিন। তবে সুখবর বলা যেতেই পারে। ব্যাঙের ছাতা নয় তবে ছত্রাক গোত্রেরই। মাশরুম। আর এতেই এবার চার্জ হবে স্মার্টফোন। চটজলদি এবং সস্তায়। সম্প্রতি এক রিপোর্টে এই দাবি করছেন বিশেষজ্ঞরা। মাশরুম ব্যবহার করে এক বিশেষ ধরনের লিথিয়াম-আয়ন ব্যাটারির ধ্বনাত্মক প্রান্ত তৈরি করেছেন বিশেষজ্ঞরা। সস্তা, দীর্ঘমেয়াদি ও পরিবেশ বান্ধব এই ব্যাটারি-প্রান্ত নতুন প্রযুক্তির স্মার্টফোনগুলিতে ব্যবহার করা হবে। ন্যানোকার্বন প্রযুক্তিতে তৈরি এই ব্যাটারি প্রান্তগুলি বিভিন্ন জৈব ব¯‘র ব্যবহারে তৈরি। যা সাধারণ গ্রাফাইট নির্ভর পদ্ধতির থেকে সস্তা তো বটেই টেকসইও। “এইরকম ব্যাটারি উপকরণের ফলে ভবিষ্যতের স্মার্টফোন আরও বেশিদিন চলবে,” দাবি করেছেন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রেনান ক্যাম্পবেল। মাশরুম ব্যবহারের উপকারিতার কথা স্বীকার করে নিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেঙ্গিজ ওজকান। কিন্তু, মাশরুম কেন ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যাধিক রন্ধ্রযুক্ত হওয়ায় এই বিশেষ ধরনের মাশরুমের ভিতর দিয়ে প্রয়োজনীয় হাওয়া ও তরল প্রবাহিত হয়। পাশাপাশি মাশরুমের ভিতর উ”চ পটাশিয়াম যুক্ত লবণ থাকায়, বৈদ্যুতিকরণের ক্ষমতা বৃদ্ধি পায়। তবে এখনই এই পদ্ধতি প্রকাশ্যে আসছে না। তাই অপেক্ষাই একমাত্র পথ।