Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
37উইন্ডমিল ইনফোটেক এর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো মোবাইল ভিত্তিক টিকা তথ্য পদ্ধতি (ভিআইএস) বেবিটিকা। শনিবার রাজধানীর ডেইলি স্টার সেস্টারে জাতীয় অধ্যাপক প্রফেসর এম আর খান অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বেবিটিকা বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপারদের দ্বারা নির্মিত প্রথম টিকা তথ্য পদ্ধতি। এটি মোবাইল অ্যাপস এবং স্বাস্থ্য বিষয়ক পোর্টালের সমন্বয়ে তৈরি। এই অ্যাপস ব্যবহারের ফলে শিশু জম্মনোর পর থেকে ১২ বছর পর্যন্ত টিকা প্রদানের নির্ধারিত সময়ের পূর্বে নোটিফিকেশনের মাধ্যমে অভিভাবদের প্রযোজনীয় তথ্য জানিয়ে দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস এর পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ পেডিয়েট্রিক অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ পেডিয়েট্রিক অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রফেসর এম এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। উইন্ডমিল ইনফোটেক এর প্রধান নির্বাহী পরিচালক বুশরা আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জাতীয় অধ্যাপক প্রফেসর এম আর খান বলেন, এই সেবার মাধ্যমে দেশের জনগন আরও বেশি স্বাস্থ্য নিয়ে সচেতন হবে। বাবা-মা তাদের সন্তানদের টিকা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। দেশের মানুষ এখন স্বাস্থ্য নিয়ে খুব সচেতন। উইন্ডমিল ইনফোটেক এর প্রধান নির্বাহী পরিচালক বুশরা আলম বলেন, আমার আসা করছি গ্রামাঞ্চলের স্বাস্থ্যকর্মী এবং পিতা-মাতাদের টিকা বিষয়ক তথ্য দিয়ে অ্যাপসটি সহায়তা করবে। বাবা-মা তারা তাদের সন্তানদের টিকা দেবার কথা ভুলে যাবে না।