Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
32মৌসুমি হামিদ এ প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। ব্যস্ততায় বাইরের জগৎটা অনেকটা ভুলেই গেছেন এই গ্ল্যামারগার্ল। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের রানারআপ হয়েছিলেন তিনি। রানারআপ হওয়ার দুদিন পর একটি অনুষ্ঠানে অক্ষয় কুমারকে কোট পরিয়ে আলোচনায় আসেন এই তারকা অভিনেত্রী। বর্তমানে বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা মৌসুমি। বেশ কিছু মিডিয়া মৌসুমী হামিদ নিষিদ্ধ হতে পারেন এমন খবর প্রকাশ করে চলেছেন। এমন খবরের সত্যতা জানতে মৌসুমী হামিদের সঙ্গে যোগাযোগ করলে বেরিয়ে আসে আসল কাহিনী। এমন মিথ্যা খবর প্রকাশ করার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। মৌসুমি ভক্তদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে কথপোকথন.. আমার অনুমতি না নিয়ে কেন নিউজ করা হয়েছে? আমাকে কেন ছোট করে নিউজ করবে? অনলাইন প্রোটাল যখন নিউজ করবেন তখন সত্যতা যেনে নিউজ করবেন। আমি কখন নেশার ঘরে ছিলাম? আপনারা কেন এই মিথ্যা খবর প্রকাশ করেন। আপনারা কি সেই ভিডিওটি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে কেন উল্টা পাল্টা নিউজ করলেন? কোরিওগ্রাফার ‘ইরান’ ভাইয়া কেন আপনি ভিডিওটি না দেখে এমন খবর প্রকাশ করলেন? আমার কাছে সেই ভিডিও আছে। সেখানে এমন কিছু বলিনাই যা কাউকে ছোট করা হয়েছে। আর আমাকে নিয়ে কেন নাড়ানাড়ি করছেন আপনারা? আমি কাউকে তেলাইনা বলে আপনারা আমাকে নিয়ে বাজে খবর প্রকাশ করবেন? আমার সন্মান নিয়ে কিছু অসাধু ব্যাক্তি পায়তারা করছেন। আমি তাদেরকে বলতে চাই আমি এই সব নিয়ে চিন্তিত না। আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই, যাহারা আমার পিছনে সময় নষ্ট করছেন তা না করে আপনারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। আসলে আমি আপনাদের এই বিষয়টি নিয়ে খুঁশি নয়। আপনাদের কাঝে অনুরোধ রইলো আমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। ঠিক এমন ভাবে রেগে গিয়ে কথা বলছিলেন মৌসুমি হামিদ। প্রশ্ন: পরিচালক সমিতি আপানাকে নিষিদ্ধের দাবি জানাতে পারে এ ব্যপারে আপনি কিছু জানেন? উত্তর : আমি বুঝলাম না আমাকে নিয়ে কিছু মিডিয়া এত নাচানাচি শুরু করেছে কেন। আর এই বিষয়তো বিগত সময় সমাধান হয়ে গেছে, আবার নতুন করে কেন আসছে সেটা বুঝতে পারছিনা। গত তিন দিন ধরে আবার লাফালাফি শুরু হয়েছে। প্রশ্ন: ওপার বাংলার নৃত্য পরিচালকদের দালালি করছেন, নেশার ঘোরে থেকে নিজের বাবাদেরকেই ছোট করছেন। এমন কথা কিছু মিডিয়ায় প্রকাশ পায়। এ নিয়ে আপনি কি বলতে চান? উত্তর : ওহ্, আমি জানিনা কে বা কারা আমার সাথে এমন করছে তবে আমি ওই দিন ভুল করে একটা কথা বলেছিলাম সেটা নিয়ে আমি সাফি উদ্দিন সাফি ভায়ের সাথে কথা বলে নিয়েছি। আবার এটা নিয়ে নাড়াচাড়া হবে? প্রশ্ন: আসলে ওই দিন কি হয়েছিল বলবেন কি? উত্তর : সাফি উদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বানিজ্যিক ছবিতে দর্শকদের সামনে হাজির হয়েছিলাম। ছবিটিতে আমার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সাইমন সাদিক। ওই দিন একটি নিত্য নিয়ে কথা বলেছিলাম। আর সেটার কোরিওগ্রাফার ইরান আমাকে নিয়ে গত তিন মাস আগে থেকে লাফালাফি করছে। ইরান ভাইয়া কেন এমন করবেন এটা আমার মাথায় আসছেনা। আমি খুব বিরক্ত বোধ করছি।