Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
36রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসে কোমিও (৪৮) কে গুলি করে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস। শনিবার ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের মিনিস্টার মাচুনাগা এ দাবি জানান। তিনি বলেন, হোসে কোমিও কে গুলি করে হত্যার ঘটনায় আমরা খুবই মর্মাহত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, শনিবার পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোসে কোমিও (৪৮)। নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে। সকালে এই প্রোজেক্ট থেকে ফেরার পথে কচুআলুটারি এলাকায় তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।