Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
57আমি যখনি শ্যুটিং করতে যাই তখন আরাধ্যা কে বলি আমি অফিসে যাচ্ছি‘ বললেন ঐশ্বর্য রাই বচ্চন । মাত্র কদিন আগেই পরিচালক সঞ্জয় গুপ্তা ঐশ্বর্যর প্রচুর প্রশংসা করেছেন । উনি জানিয়েছেন মাতৃত্ব এবং শ্যুটিং দুটোকেই নিপুণ হাতে সামলান উনি । তবে ঐশ্বর্য জানিয়েছেন য্খন থেকে আরাধ্যা বুঝতে শিখেছে তখন থেকেই সে জানে যে ওর মা একজন ‘ওয়ার্কিং মম‘ । আর ঐশ্বর্যও শ্যুটে বেরোনোর আগে ওকে বোঝায় যে উনি অফিসে যাচ্ছেন । উনি আরো জানিয়েছেন আরাধ্যার এখন আড়াই বছর বয়স । সে সিনেমা বা শ্যুটিং এইসব কিছুই বোঝে না তাই মা বাড়ির বাইরে গেলেই সে ভাবে মা অফিসে যাচ্ছে । ‘জাজবা‘ ছবির আগে ঐশ্বর্য কে বেশ কিছু অ্যাড শ্যুটের জন্য দেশের বাইরে যেতে হয়েছে । আর উনি বাইরে গেলেই আরাধ্যা কে সঙ্গে নিয়ে যান । প্রাক্তন বিশ্বসুন্দরী জানিয়েছেন তখন আরাধ্যার বয়স আরো কম ছিল । তাই ওকে কাছছাড়া করতে মন চাইতো না ওঁর । তাই উনি যে হোটেলে থাকতেন সেখানেই তৈরি হতেন । কোনদিন অন্য জায়গায় বা ভ্যানিটি ভ্যানে তৈরি হতেন না । যাতে আরাধ্যার সঙ্গে আরো কিছুক্ষণ সময় কাটাতে পারেন । একেবারে শেষ মুহুর্তে উনি শ্যুটিং করতে যেতেন । উনি মনে করেন এই ব্যপারে উনি বেশ লাকি । কারণ ছবির কাজ হোক বা অ্যাড শ্যুট উনি মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারেন এবং ইচ্ছামত সময় কাটাতে পারেন আরাধ্যার সঙ্গে । এই সব কারণেই উনি আবার অভিনয়ের কথা ভাবতে পারলেন । নাহলে ওঁকে আরাধ্যার বড় হওয়া অব্দি অপেক্ষা করতে হত।