খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
‘প্রহরী’ ছবিতে আরিফিন শুভ’র সাথে কোলকাতার হিরোইন শুভশ্রী অভিনয় করছেন এমন খবর প্রকাশ পায় অনেক অনলাইন নিউজ পোট্রালে। কিন্তু এই খবর মিথ্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, প্রহরী ছবিতে কোন নায়িকা অভিনয় করবেন সে ব্যাপারে এখনও কিছ্ইু চূড়ান্ত হয়নি। আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলেই জানান তিনি। এর মধ্যে কয়েকজন নায়িকার নাম ঠিক করেছি। কিন্তু তার আগেই কিছু গণমাধ্যম ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে ফেলেছে। শুভশ্রী অভিনয় করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে ‘প্রহরী’ ছবিটি নির্মাণ করবেন সৈকত নাসির। নায়ক হিসেবে এতে থাকছেন আরিফিন শুভ।