খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
হাল সময়ের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান ও মডেল সুজানার বিয়ে ভেঙেছে বেশ আগেই। ঘর ভাঙার দীর্ঘ দিন পরে ৩ অক্টোবর ২০১৫ বেসরকারি টেলিভিসন বাংলাভিশনের আমার আমিতে এসে এর প্রধান কারন বললেন মডেল সুজানা। সুজানা বলেন, আমার জীবনের প্রধান স্বপ্নই ছিল সুন্দর একটি সংসার। দু’জন দু’জনকে অনেক ভালোও বাসতাম। তবে দু’জনের মধ্যে অনেক দূরত্ব ছিল যেগুলো বলতে চাই না এবং কেবল আমরা দু’জনই সেগুলো জানি। সুজানা আরো বলেন, আমার ম্যাচিউরিটির তুলনায় হৃদয় খানের ম্যাচিউরিটি ছিল অনেক কম। তবে আমার বিশ্বাস দেরীতে হলেও হৃদয় খান একদিন তার ভুলগুলো বুঝতে পারবে।
সুজানা বলেন, আমাদের সংসার ভাঙার বিষয়ে অনেকেই বিভিন্ন ধরনের যুক্তিহীন মন্তব্য করেছে। মিডিয়ার বাইরেও অনেকের ঘর ভাঙছে। কেউ আনন্দের জন্য সংসারে বিচ্ছেদ ঘটায় না। আর দিনের শেষে একটা পর্যায়ে এসে সব মেয়েরই স্বপ্ন থাকে একটি সুন্দর সংসার গড়ার।