খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
এবারের ঈদুল আযহায় সারা দেশে ১০৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় যৌথ-প্রযোজনার সিনেমা আশিকী। সিনেমাটির মুক্তির পর থেকেই নকলসহ নানা সমালোচনা মুখে পরে ছবিটি। তবে সকল সামালোচনাকে পাশ কাটিয়ে প্রত্যাশা অনুযায়ী বড় সাফল্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এমনটাই বলেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই সন্তোষজনক ব্যবসা করে যাচ্ছে, সেইসঙ্গে মুক্তির প্রথম চার দিনেই ৩ কোটি টাকা আয় করে চলচ্চিত্রে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে অঙ্কুশ-ফারিয়ার ছবিটি। এমনকি সিনেমাটি এক সপ্তাহে ১০ লাখ ৬২ হাজার টাকার টিকিট বিক্রির নতুন ইতিহাস গড়েছে দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ ‘মনিহার’-এ। প্রথম সপ্তাহের মত দ্বিতীয় সপ্তাহেও সাফল্যের ধারা বজায় রেখেছে সিনেমাটি। আশিকীর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন জানান, যেভাবে বুকিং চলছে তাতে আগামী সপ্তাহেও সিনেমাহলের সংখ্যা একশ’র কাছাকাছিই থাকবে বলে মনে হচ্ছে। খোকন বলেন, ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যাবসা করে যাচ্ছে। দুই বাংলা মিলিয়ে আমরা প্রথম সপ্তাহেই লাভের মুখ দেখেছি। যারা সিনেমাটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তারা চাইলে আমাদের প্রতিদিনের প্রতিটি সিনেমা হলের সেল রির্পোট দেখাতে পারব। এ পর্যন্ত কোনো হল মালিক আমাদের কাছে এ নিয়ে কোনোরকম অভিযোগ করেননি। বরং তারা সানন্দেই ছবিটি চালাচ্ছেন।’ উল্লেখ্য, আশিকী সিনেমাটি পরিচালনা করেছে বাংলাদেশের আব্দুল আজিজ এবং ভারতের অশোক পাতি। প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজ। আর ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের অংকুশ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।