Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,রবিবার,৪ অক্টোবর ২০১৫
34অভিনেতা অমিতাভ বচ্চনকে তো সকলেই চেনেন। কিন্তু শ্বশুর হিসাবে বাড়িতে কেমন তিনি? তা এ বার খোলসা করলেন ঐশ্বর্যা রাই বচ্চন। বিয়ের পর থেকে বাড়ির কর্তা নতুন বউয়ের সঙ্গে বন্ধুর মতই ব্যবহার করেছেন। কখনওই কোনও সিদ্ধান্ত তাঁর ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। স্বাধীন ভাবে কাজ করেছেন ঐশ্বর্যা। আর আরাধ্যার জন্মের পর অভিনয়ে বিরতি নেওয়াও তাঁর নিজস্ব সিদ্ধান্ত। পাঁচ বছর পর ঐশ্বর্যা ‘জজবা’র মাধ্যমে কামব্যাক করছেন। কেরিয়ারেও অমিতাভের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। ঐশ্বর্যার কথায়, ‘‘ইন্ডাস্ট্রিতে পা একজন আইকন। সব সময়ের জন্যই তিনি সকলের কাছে অনুপ্রেরণা।’’ আসলে ঘরে-বাইরে অমিতাভের উপস্থিতি এমন একজন অভিভাবকের যিনি সবদিক একাই সামলে রাখেন। আগামী ১১ অক্টোবর ৭৩-এ পা দেবেন ‘অ্যাংরি ওল্ড ম্যান’। তার দু’দিন আগেই মুক্তি পাবে ঐশ্বর্যার কামব্যাক ফিল্ম ‘জজবা’। সব মিলিয়ে সপ্তাহভর সেলিব্রেশনে মাতবে বচ্চন পরিবার। কিন্তু সেই সেলিব্রেশনের প্ল্যান এখনই জানাতে নারাজ ঐশ্বর্যা।