Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
49সম্প্রতি ঘোষণা এসেছে রিবুট হচ্ছে জনপ্রিয় সিরিজ ‘লেথাল উইপন’, ‘হার্ট টু হার্ট’, ‘জেনা’ ও ‘দ্য এ টিম’। এরই মধ্যে শুক্রবার চমকে দিল আরেকটি খবর। যা নস্টালজিক করে দিয়েছে অনেককে। রিবুট হতে যাচ্ছে ‘ম্যাকগাইভার’। আর সিরিজটি টেলিভিশনে ফিরিয়ে আনছে সিবিএস। মূল সিরিজটি ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১৯৯২ সালের ২১ মে পর্যন্ত ৭টি সিজনে ১৩৯টি পর্বে এবিসি চ্যানেলে প্রচারিত হয়। তখন নাম ভূমিকায় অভিনয় করেন রিচার্ড ডিন এন্ডারসন। ‘ম্যাকগাইভার’র জনপ্রিয়তার মূলে ছিল বুদ্ধিমত্তার ব্যবহার। বিজ্ঞানের বিভিন্ন সূত্রের ভিত্তিতে তিনি কৌশল বেছে নিতেন। সুইস নাইফের সঙ্গে ব্যবহার করতেন হাতের কাছে থাকা কাগজ, কলম, চুইংগাম, পেপার ক্লিপ, ডাক টেপ, বালি, গাছের ডালসহ নানা কিছু। লি ডেভিড লোটফ পরিচালিত সিরিজটি আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়তা পায়। নব্বইয়ের জনপ্রিয়তা লক্ষ্য করে ২০১০ সালে সিরিজটি আবারও বাংলায় ডাব করে প্রচার করে বিটিভি। নতুন সিরিজটিতে কে অভিনয় করবেন জানা যায়নি। তবে ২০টির মতো পর্ব থাকবে। পুরনো কৃৎ-কৌশলগুলো নতুন রূপে দেখা যাবে নতুন ম্যাকগাইভারে। ছোটখাট সরঞ্জাম দিয়ে বড় বড় সমস্যার সমাধান করে দেখাবেন ফনিক্স ফাউন্ডেশনের হয়ে কাজ করা এ সিক্রেট সার্ভিস এজেন্ট। নতুন সিরিজটির চিত্রনাট্য লিখবেন আর স্কট গেমিল। নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন হেনরি উইঙ্কলার ও মাইকেল ক্লিয়ার। তাদের সঙ্গে প্রযোজনার পাশাপাশি সিরিজটি পরিচালনা করবেন ‘ফিউরাস ৭’খ্যাত জেমস ওয়েন। ‘ম্যাকগাইভার’কে ধরা হয় পপ কালচার আইকন হিসেবে। বিখ্যাত স্যাটারডে নাইট লাইভসে প্যারডি করে উপস্থাপনও করা হয়। এর আগে ওয়ার্নার ব্রাদার্স ‘ইয়ং ম্যাকগাইভার’ সিরিজ নির্মাণের ঘোষণা দিলেও পরবর্তীতে কোনো অগ্রগতি হয়নি।