Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
50নিরাপত্তাজনিত কারণে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সঙ্গে বায়ার্স ফোরামের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। আজ সোমবার দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা জনিত কারন দেখিয়ে এই বৈঠক স্থগিত করা হয়। বৈঠক শুরু হওয়ার ঠিক ১ ঘন্টা আগে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়। বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ফারুক হাসান বলেন, মুলত: গত কয়েক দিনে বিদেশী দুই নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় বায়ার্স ফোরাম উদ্বেগ প্রকাশ করেছে। ফলে অনেক কর্মকর্তার এক সঙ্গে বৈঠক করা নিরাপদ মনে করছেন না তারা। তাই বৈঠকটি বাতিল করা হয়েছে। তিনি বলেন, এমনিতেই বর্তমানে দেশের পোশাক খাতে খুবই মন্দা চলছে। এর মাঝে বায়ারদের উদ্বেগ প্রকাশ করে বৈঠক স্থগিত করা এটা আমাদের দেশের জন্য খারাপ সংকেত। সরকার বিদেশী নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আরও ভালভাবে দেখভাল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।