Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
68দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে আইএস জড়িত থাকার বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। আজ রবিবার চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়ার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বার্নিকাট বলেন, দুই বিদেশ নাগরিক হত্যার বিষয়টি খুবই দুঃখজনক। নিরাপত্তা ও অন্যান্য কূটনৈতিক বিষয়ের সঙ্গে এই বিষয়টিও আমরা গুরুত্বের সাথে দেখছি। যে সব বিদেশি নাগরিক এ দেশে আছেন অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না আসার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।