খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনায় ১০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘প্রহরী’ (ইতিপূর্বে নাম ছিল ‘পুলিশগিরি’)। ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। ছবিটিতে প্রথমবারের মতো জুটি বাঁধার কথা ছিল আরিফিন শুভ ও নবাগত নায়িকা নুসরাত ফারিয়ার। কিন্তু শেষ পর্যন্ত শুভ থাকলেও শুভর বিপরীতে থাকছেন না নুসরাত ফারিয়া। শোনা যাচ্ছে নুসরাত ফারিয়ার জায়গায় ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। এ প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘ফারিয়াকে বাদ দেওয়া হচ্ছে না। বলতে পারেন দেশের কল্যাণে ফারিয়াকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। কারণ একই সময়ে ‘প্রহরী’ এবং বলিউডের ‘গাওয়া দ্যা উইটনেস’ ছবির শুটিং শুরু হচ্ছে। একই সময়ে দুইটি ছবিতে অভিনয় করতে পারবে না ফারিয়া। যার কারণে ফারিয়ার ভবিষ্যত এবং দেশের কথা মাথায় রেখেই এপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছেন। ফারিয়ার জায়গায় কে অভিনয় করবেন সেটা এখনো আমি নিশ্চিত করে বলতে পারছি না।’ জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘এপার বাংলার নায়ক শুভ তাই ফারিয়ার বিপরীতে ওপার বাংলা থেকে কাউকে চিন্তা করা হচ্ছে। টালিগঞ্জের শুভশ্রী গাঙ্গুলীসহ আরো দু’একজনের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। কিন্তু এখনো কাউকে চুক্তিবদ্ধ করানো হয়নি। তবে আগামী মঙ্গলবারের মধ্যে আশা করছি সবাইকে জানাতে পারবো ‘প্রহরী’র নায়িকা কে।’ ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে ঢাকা, বান্দরবান, সিলেট, ভারতের আসাম এবং চেন্নাইতে। এই মুহুর্তে ফারিয়া রয়েছেন দেশের বাইরে যে কারণে তার বাদ হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফারিয়া অভিনীত প্রথম ছবি ‘আশিকী’ মুক্তি পেয়েছে গত ২৫ সেপ্টেম্বর। ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যে চুক্তিবদ্ধ হওয়া ছবি ছাড়তে হলো তাকে। আরিফন শুভকে ছেড়ে তিনি হাত ধরতে যাচ্ছেন বলিউডের ইমরান হাশমির।