Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
10বিশ্ব সুন্দরীদের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আসর ‘মিস আর্থ’-এ আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আগামী ১৩ অক্টোবর জ্যামাইকাতে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। এতে আয়ারল্যান্ডের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তিনি। এই প্রতিযোগিতার জন্য কঠোর অনুশীলনও করছেন প্রিয়তি। এরই মধ্যে নিজেকে ‘জিরো ফিগার’-এ পরিণত করেছেন। এবারের প্রতিযোগিতায় ৮০টির বেশি দেশের সুন্দরীরা অংশ নিচ্ছেন। প্রতিটা দেশের সেরা সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। ‘মিজ আয়ারল্যান্ড’ হওয়ার সুবাদে এবারের প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন প্রিয়তি। ২০১৪ সালে আয়ারল্যান্ডের সেরা সুন্দরী ‘মিজ আয়ারল্যান্ড’ নির্বাচিত হন প্রিয়তি। প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘এখন আমার ভাবনাজুড়ে মিস আর্থ প্রতিযোগিতা। সেখানে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই অংশ নিচ্ছি। তবে সেরা পাঁচে থাকতে পারলেও আমি খুশি।’ আগামী ৯ অক্টোবর জ্যামাইকাতে উড়ে যাবেন প্রিয়তি। তার আগে নিজের সব রকম প্রস্তুতিও শেষ করেছেন। এই প্রতিযোগিতার জন্য হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তার ভাবনাজুড়ে এখন মিস আর্থ প্রতিযোগিতা। নিয়মিত জিম করে নিজের ফিগারকে জিরোতে নামিয়ে এনেছেন বাংলাদেশী বংশোদ্ভূত এই আইরিশ সুন্দরী। প্রিয়তি বলেন, ‘মিজ আয়ারল্যান্ড প্রতিযোগিতার সময় দুই বছর আমার ফিটনেস প্রশিক্ষক ছিলেন নোয়েল চৌমেন। তিনি আয়ারল্যান্ডের বিখ্যাত ‘সেলিব্রেটি ফিটনেস ট্রেইনার’। গত ছয় মাস আমার ফিটনেস ট্রেইনার হিসেবে রয়েছেন পিটার হোগেন।’ এদিকে প্রিয়তি ফিটনেস প্রশিক্ষণের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে কঠোর অনুশীলন করছেন তিনি। প্রিয়তি বলেন, ‘সব পরিশ্রম স্বার্থক হবে যদি ‘মিস আর্থ’-এ ভালো কিছু করতে পারি। আমি একই সাথে বাংলাদেশের মেয়ে এবং অংশ নিচ্ছি আয়ারল্যান্ডের হয়ে। ফলে দুই দেশের মানুষই আমাকে সমর্থন যোগাবেন আশা করছি।’ প্রায় ১৫ বছর আগে পড়াশোনার জন্য আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের মেয়ে প্রিয়তি। সেখানে পড়াশোনা শেষ করে বিমান চালনার প্রশিক্ষণ নেন। বর্তমান বিমান চালনার প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। বসবাস করছেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। আয়ারল্যান্ডের টপ মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এরই মধ্যে ‘ওয়ান্ডারল্যান্ড’ নামের একটি আইরিশ সিনেমায় অভিনয় করেছেন। সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘কু-কুলাইন’ নামের নতুন আরও একটি আইরিশ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ডিসেম্বরে।