Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
50প্রায় সাড়ে তিন কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পীযূষ বন্দোপাধ্যায়সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সোমবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে। দুদক সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে। মামলায় অভিযুক্তরা হলেন— এফডিসির এমডি পীযূষ বন্দোপাধ্যায়, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এম/এস নোভিলকো’র কর্ণধার জন নোয়েল, সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল ও প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। দুদক সূত্র জানায়, পীযূষসহ অন্যরা পারফরমেন্স সিকিউরিটি গ্রহণের ক্ষেত্রে পেশাগত দায়-দায়িত্ব পালনে অবহেলা করেছেন। প্রাক-জাহাজীকরণ পর্যায়ে বিধি অনুসরণ না করে নিজেদের মনগড়া বিশ্লেষণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের স্থলে চীনে তৈরি মালামাল জাহাজীকরণের অনুমতি দেওয়া হয়েছে। মামামাল গ্রহণ কমিটির সুপারিশ আছে মর্মে মিথ্যা তথ্য দিয়ে চুক্তি বহির্ভূত চীনের তৈরি মামামাল গ্রহণ করে মূল্য পরিশোধ করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজসে অসৎ উদ্দেশ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৪(১), ৬৪(২), ৬৪(৩) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ২৭ ও ২৮ ধারা লঙ্ঘন করে সরকারের তিন কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা আর্থিক ক্ষতিসাধন করেছেন। কমিশনের অনুসন্ধানে এ সব অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান এ অভিযোগ অনুসন্ধান করেছেন।