খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
আবারও বিয়ে করতে যাচ্ছেন ‘সুপার হিরোইন’খ্যাত অভিনেত্রী লামিয়া মিমো। হবু বরের নাম জন। এর মধ্যে আংটি বদলও হয়ে গেছে। ঈদের ছুটিতে তারা চার দিনের জন্য কক্সবাজার ঘুরে এসেছেন। এমন গুঞ্জনে মুখরিত শোবিজ অঙ্গন। বিষয়টির সত্যতা জানতে সোমবার কথা বলে মিমোর সঙ্গে। প্রেমের বিষয়টি স্বীকার করলেও বিয়ের বিষয়টি অস্বীকার করেন তিনি। মিমো বলেন, ‘প্রেম করছি, তবে বিয়ের ব্যাপারে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। সেটা হলে সবাইকে জানাব। বিয়ে তো লুকিয়ে করার বিষয় নয়। বিয়ে যখন করব সবাই জানবেন। বেশ ঢাকডোল পিটিয়েই বিয়ে করব। আর প্রেম করছি এটা নিয়ে তো অন্যের মাথাব্যথা থাকা উচিত না। কাউকে ভাল লাগতেই পারে। এটা কেন ছড়াচ্ছে আমি জানি না।’ আংটি বদলের প্রসঙ্গে মিমো বলেন, ‘এমন কিছুই হয়নি। আমাদের প্রেমটা মাত্র আনুষ্ঠানিকভাবে শুরু হল। এরই মধ্যে কেউ কেউ ছড়াচ্ছে আমরা বিয়ে করে ফেলেছি। আমাদের বিয়ে হয়নি। বিয়ে করলে পারিবারিকভাবে আলোচনা করে তারিখ নির্ধারণ করে সবাইকে জানিয়ে করব।’ বিয়ের গুজব সত্য না হলেও মিমোর প্রেমিকের নাম জন। তিনি বলেন, ‘ওর নাম জন। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। তাকে আমার ভাল লেগেছে। দু’জনে প্রথমে বন্ধু হয়েছি। দু’জনের যখন মনে হয়েছে তখন প্রেমের সম্পর্কে জড়িয়েছি।’ কক্সবাজার ভ্রমণ প্রসঙ্গে বলেন, ‘ঈদের ছুটিতে কক্সবাজারে গিয়েছিলাম বেড়াতে। সেটা ছিল পারিবারিক সফর। তখন আমার পরিবারের অনেকেই ছিল। সেখানে জন ছিল না। এটাকে কেউ কেউ বাড়িয়ে বাড়িয়ে ছড়াচ্ছে।’ রিয়েলিটি শো ‘সুপার হিরোইন’র মাধ্যমে তারকাখ্যাতি পান মিমো। এরপর টিভি নাটকে নিয়মিতভাবেই অভিনয় করেন এই অভিনেত্রী। কয়েকটি সিনেমায়ও দেখা যায় তাকে। ক্যারিয়ারের প্রথমদিকে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে মিমোর বিয়ে হয়। তবে সে সংসার বেশিদিন টেকেনি।