Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
30মুম্বাই তথা বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের সঙ্গে একমঞ্চে গাইবেন জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। সুনিধির পাশাপাশি ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ নামের কনসার্টটিতে একসঙ্গে গাইবেন তারা। জানা যায়, আগামী ৬ নভেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে। আয়োজন সংস্থা ইনসেপশন জানায়, সংগীত পরিবেশনা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে এবং চলবে মধ্যরাত অবধি। শিগগির কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। উল্লেখ্য, এর আগে সুনিধি চৌহান লাইভ ইন কনসার্টদ-এ গাইতে গত ১৬ এপ্রিল সর্বশেষ ঢাকায় এসেছিলেন তিনি।