Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
44সোশ্যাল মিডিয়ায় তারকাদের উদ্দেশে খারাপ মন্তব্যের প্রতিবাদে এবার সরব হলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বিভিন্ন সিনেমা কিংবা অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সম্বন্ধে খারাপ মন্তব্য, কটূকথা এসবের থেকে নিজের অনুরাগীদের দূরে থাকতে বলেছেন কিং খান। তিনি তার অনুরাগীদের অন্যান্য নায়ক-নায়িকাদের উদ্দেশ্যে অসম্মানসূচক মন্তব্য করতে বারণ করেছেন। শাহরুখ টুইটারে লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানুষেরই বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু তাদের অবশ্যই মাথায় রাখা উচিত, তারা যেন অন্যকে ছোট না করেন। অনুরাগীদের কাছে তার অনুরোধ, তারা যেন তারই সহ-অভিনেতাদের উদ্দেশে খারাপ কথা না বলেন। তিনি বলেছেন, তিনি কাউকে ধরে বেঁধে কিছু শেখাতে আসেননি। প্রত্যেকেই জীবনে কী করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নিজের অনুরাগীদের কাছে শাহরুখের অনুরোধ অন্য তারকাদের তারা যেন অসম্মান না করেন। শাহরুখই প্রথম নন। এর আগে সালমান খানও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারকাদের উদ্দেশে খারাপ মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, অন্য তারকাদের যারা ছোট করে, তারা আসলে আমার ভক্তই নয়। এইধরণের লোকজনকে পছন্দ নয় বলেও মন্তব্য করেন তিনি।