Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
56মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘অযৌক্তিক আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না। ভুল তথ্য নিয়ে রাজপথ গরম করে যারা দাবি আদায়ের চিন্তা করছেন তাদের আশা পূরন হবে না।’ শিক্ষার্থীদের পেছনে কোনো উসকানিদাতা আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছুই করা সম্ভব নয়। এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই।’ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট বিতর্ক নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রাস্তায় অবরোধ করে আন্দোলন করা এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে।