খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চনকে সম্প্রতি ধাওয়া করে একটি বাঘ। এক, দুই নয় টানা চার কিলোমিটার এ সুপারস্টারকে ধাওয়া করে বাঘটি। গত ৬ অক্টোবর মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানা যায়। ‘বন্য এই অরণ্য ভালো’ এ স্লোগানে টানা এক সপ্তাহ ধরে হরিয়ানার সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে চলছে ‘ওয়াইল্ড লাইফ উইক’। সম্প্রতি এই ‘ওয়াইল্ড উইকে’ জঙ্গল সফরে গিয়েছিলেন মহারাষ্ট্রের বাঘ সংরক্ষক দূত অমিতাভ বচ্চন। সেখানেই ‘বিগ বি’র গাড়ির পিছু নেয় একটি বাঘ। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ঘটনার বর্ণনাও দিয়েছেন অমিতাভ। পাশাপাশি বেশ কিছু ছবিও পোস্ট করেন বিগ বি। তিনি লেখেন, শহরের মধ্যেই বাঘের সান্নিধ্যে। মুম্বাইয়ের চারপাশে এত সুন্দর জঙ্গল কল্পনা করা যায় না। এই বাঘ (ছবিতে) চার কিলোমিটার আমাদের ধাওয়া করেছে। বাঘগুলো সচরাচর এমন করে না। এটি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের ঘটনা। ফিল্ম সিটির মধ্যেই সেখানে প্রায়ই আমরা সিনেমার শুটিং করে থাকি। অবিশ্বাস্য! এর আগে গত ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের দিন মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ার রাজ্যের বাঘ সংরক্ষণ কর্মসূচীর দূত হওয়ার প্রস্তাব দেন অমিতাভকে। বনমন্ত্রীর দাবি, অমিতাভের কথায় সাধারণ মানুষ এই কর্মসূচীর সঙ্গে যুক্ত হবে, যা বাস্তবে এই প্রকল্পেরই উন্নয়নে কাজে লাগবে। সম্প্রতি এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বর্তমানে মহারাষ্ট্রের বাঘ সংরক্ষণের দূত হয়েছেন অমিতাভ। পিকু সিনেমায় সবশেষ দেখা যায় অমিতাভ বচ্চনকে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং ইরফান খান। ‘বিগ বি’ অভিনীত পরবর্তী সিনেমা ওয়াজির। সিনেমাটিতে আরো রয়েছেন ফারহান আখতার।