Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১
6ভক্তবেশী চার নারী প্রতারকের কাছে নিজের মানিব্যাগ, সানগ্লাস, পেনডেন্ট খুইয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। জানা গেছে, গত সপ্তাহে বান্দ্রার একটি জনপ্রিয় নাইট ক্লাবে এই ঘটনা ঘটে। ওই দিন নাইট ক্লাবটিতে বন্ধুদের সঙ্গে হাজির ছিলেন সালমান। সেসময় চারজন তরুণী সালমানের কাছে এসে নিজেদেরকে সালমানের ফ্যান বলে দাবি করেন। সালমান তো অনুরাগীদের কখনই নিরাশ করেন না। তাই কাছাকাছি একটা টেবিলে নিজের জিনিসপত্র রেখে ওই চার তরুণীর সঙ্গে কথা বলতে শুরু করেন। কিন্তু তরুণীরা চলে যাওয়ার পরই তিনি লক্ষ্য করেন, টেবিল থেকে তার জিনিসপত্র উধাও। সালমানের যে জিনিসগুলো খোয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ওয়ালেট, সানগ্লাস এবং একটি পেনডেন্ট। ব্যাপারটা চোখে পড়তেই সজাগ হন সালমান। নিরাপত্তারক্ষীদের জানান জিনিসগুলো নিখোঁজ হওয়ার খবর। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীরা পুলিশে অভিযোগ জানাতে বললেও, পুলিশে অভিযোগ জানাতে রাজি হননি সালমান।