Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
58শুক্রবার মুক্তি পাচ্ছে সাইফ চন্দন পরিচালিত প্রথম সিনেমা ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। কায়েস আরজু ও আইরিন অভিনীত সিনেমাটি সারাদেশের অর্ধশতাধিক হলে মুক্তি পাবে। নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের পরিবেশনা ও শামীম আহমেদের প্রযোজনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- নবাগতা সাবিনা রিমা, শাহেদ শরিফ খান ও মিশা সওদাগর। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া। এবার জেনে নিন কোন কোন হলে মুক্তি পেতে যাচ্ছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’– ঢাকা : অভিসার, জোনাকী, পূরবী, আজাদ, বিজিবি, পুনম, আনন্দ ও শাহীন। এ ছাড়া নিউ গুলশান (জিঞ্জিরা), চান্দনা (জয়দেবপুর), নাজমা (জয়পুরহাট), বিজিবি (সিলেট), উর্বশী (ফুলবাড়ী), নিউ রজনীগন্ধা (চালা), সেনা অডিটোরিয়াম (ময়মনসিংহ), সংগীতা (সাতক্ষীরা), সত্যবতী (শেরপুর), সাধনা (রাজবাড়ী), তাজ (নওগাঁ), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), ফাল্গুনী (নাগরপুর), কানন (সাগরদীঘি), পালকী (চান্দিনা), মুন (মুক্তাগাছা), আনন্দ (কুলিয়ারচর), অবসর (ভোলা), আনন্দ (দৌলতখান), অন্তরা (মেলান্দহ), চিত্রমণি (বোরহানউদ্দিন), মৌসুমী (সিরাজগঞ্জ), পড়শী (লাকসাম), রূপকথা (শেরপুর), সূরভী (শিবচর), রূপসী (ভোলা), রাজমণি (বোরহানউদ্দিন), লালমনি (লালমোহন), মোহনা (কোনাবাড়ি), ক্লিওপেট্রা (ধুনট), সাধনা (রাজবাড়ী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), রূপা (ভান্ডারিয়া) ও কংকন (মোহনগঞ্জ)।