Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : প্রেমিক রণবীর কাপুরের কাছে নিজের জন্মদিনে একটি বিশেষ উপহার চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ। রণবীরকে ধূমপান বন্ধ করতে বলেছিলেন তিনি। শোনা গেছে, রণবীর নাকি ক্যাটরিনার কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি এর জন্য থেরাপি নেবেন। অনেকেই হয়তো জানেন না, ক্যাটরিনার জন্মদিনে এই জুটি অস্ট্রিয়ার অরিজিনাল এফএক্স মায়ার হেলথ সেন্টারে গিয়েছিলেন। যারা নিকোটিনের আসক্তি ছাড়তে চান তাদেরকে সেখানে চিকিৎসা দেয়া হয়। গুজব, তারা সেখানে এক সপ্তাহ অবস্থান করেছিলেন। সেখানে ক্যাটরিনা কিছু ডিটক্স সেশন নিয়েছিলেন। আর আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য রণবীর ইনজেকশন নিয়েছিলেন। এই থেরাপি নেয়ার পর রণবীর নাকি দুইমাস ধূমপান থেকে দূরেও ছিলেন। দুর্ভাগ্যবশত সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ওকেটুবারফেস্টে রণবীরকে ধূমপান করতে দেখা গেছে। তিনি তার এক আত্মীয় ও বন্ধু আয়ান মুখার্জির সঙ্গে সেখানে গিয়েছিলেন। এখন ক্যাটরিনাকে কি জবাব দেবেন রণবীর?