Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : কয়েক দিন আগেই মঙ্গলগ্রহে পানির অস্তিত্বের কথা ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সে খবর নিয়ে বিশ্বজুড়ে চলা আলোচনার মধ্যেই নতুন খবর দিলেন রিডলি স্কট। ‘গ্লাডিয়েটর’খ্যাত এই ব্রিটিশ পরিচালক জানালেন, লাল গ্রহটিতে পানি থাকার খবর তিনি আগে থেকেই জানতেন।
মঙ্গলগ্রহে দুর্ঘটনার পর এক নভোচারীর বেঁচে থাকার গল্প নিয়ে স্কট তৈরি করেছেন তার সাম্প্রতিক সিনেমা ‘দ্য মার্শান’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে শুক্রবার (৯ অক্টোবর)।
অকৃত্রিম মানবিক সহায়তা, অসীম সাহস ও অফুরান প্রাণশক্তির গল্প ‘দ্য মার্শান’। বিজ্ঞান কল্পকাহিনীর ভিত্তিতে নির্মিত সিনেমাটিতে দেখা যায়, মঙ্গলগ্রহ অভিযানে গেছেন নভোচারী মার্ক ওয়াটনি। শক্তিশালী বালুঝড় থেকে বাঁচতে অভিযাত্রীরা দ্রুত সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। এ সময় ছিটকে পড়েন মার্ক। তাকে ‘মৃত’ ধরে নেন বাকিরা।
কিন্তু মার্ক বেঁচে যান এবং চেতনা ফিরলে নিজেকে লাল গ্রহের প্রতিকূল পরিবেশে একাকী অবস্থায় আবিষ্কার করেন। সেখানে নেই খাবার, পানি আর বেঁচে থাকার উপযোগী পরিবেশ। তাই টিকে থাকার জন্য তাঁকে কাজে লাগাতে হয় নিজের উদ্ভাবনী ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং অসীম সাহস ও প্রাণশক্তি।
একপর্যায়ে তিনি পৃথিবীতে সঙ্কেত পাঠানোর একটা উপায় বের করে ফেললেন এবং জানিয়ে দিলেন, তিনি বেঁচে আছেন। সুনিপুণ দক্ষতায় নির্মিত চমৎকার এ ছবিটি এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে। আশা করা হচ্ছে স্কটের অন্য ছবিগুলোর মতো এটিও দারুণ সাফল্য পাবে।