খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : খুবই উত্তেজনার মধ্যে আছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবরিনা হক পড়শী। গায়িকা থেকে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ সঙ্গীতশিল্পী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ সিনেমার শুটিংয়ের জন্য শুক্রবার(০৯ অক্টোবর) দুপুরের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে টানা এক সপ্তাহ শুটিংয়ে অংশ নেবেন। অভিনয় নিয়ে খুবই উত্তেজনার মধ্যে আছেন তিনি।
পড়শী বলেন, ‘টান টান উত্তেজনায় আছি। শুটিং শেষ না করা পর্যন্ত এই উত্তেজনা কমবে বলে মনে হয় না। এর আগে মিউজিক ভিডিওর মডেল হয়েছি, ক্যামেরার সামনে নাচ করেছি। কিন্তু সিনেমায় অভিনয় তো আলাদা বিষয়। সেটা নিয়ে একধরনের এক্সাইটমেন্ট তো আছেই।’
পড়শী আরো বলেন, টানা এক সপ্তাহ শুটিং করবো। এরপর ১৫ অক্টোবর দেশের ফিরে আসবো আশা করছি। সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার কাজটি ভালোভাবে শেষ করে দেশে ফিরতে পারি।’
এদিকে ‘মেন্টাল’ সিনেমার পরিচালক রনি বলেন, ‘থাইল্যান্ডে পড়শী একটি গানের দৃশ্যধারণে অংশ নেবেন। ‘মন নাজেহাল’নামের এই গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ভারতের শান ও পড়শী। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন হবে। এতে কোরিওগ্রাফার হিসেবে থাকছেন কলকাতার শিবরাম শর্মা।
গানটিতে পড়শীকে দেখা যাবে শাকিব খানের সঙ্গে। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘দেশের নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে সিনেমায় অভিনয় করছি। এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। তিনি অনেক সিনিয়ার শিল্পী। আশা করছি কাজটি ভালোভাবেই শেষ হবে।’