খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের বিয়ে নিয়ে নানা গুঞ্জন বলিপাড়ায় ভেসে বেড়াচ্ছে অনেক দিন থেকেই। কিন্তু এ জুটির কেউই ব্যাপারটি নিয়ে খোলাখুলি কিছু বলেননি এখনও। সম্প্রতি শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতির জন্য কাজের পরিমাণ কমিয়ে দিচ্ছেন ক্যাটরিনা। এ ব্যাপারে ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘চুড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরও জ্যাকি চ্যানের কুং ফু ইয়োগা সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন ক্যাটরিনা। এখন সে চরিত্রে অভিনয় করছেন ইলিনা ডি’ক্রুজ। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিছু সিনেমাতেও অভিনয়ের জন্য তিনি সম্মতি দেননি। যার মধ্যে রয়েছে রোহিত শেঠির দিলওয়ালে, সঞ্জয় লীলা বানসালির বাজিরাও মাস্তানি, আশুতোষ গোয়াড়িকরের মহেঞ্জোদাড়ো। কারণ তিনি তার কাজ কমিয়ে ফেলছেন।’ এ দিকে ক্যাটরিনার এক বন্ধু এ অভিনেত্রীর কাজ কমিয়ে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করলেও বিয়ের প্রস্তুতির ব্যাপারে কিছু জানাননি। ক্যাটের বন্ধু বলেন, ‘তিনি অবশ্য তার কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। তবে তা বিয়ের প্রস্তুতির জন্য কিনা তা নিশ্চিত নয়।’ এর আগে বলিউডের অনেক অভিনেত্রীকেই দেখা গেছে বিয়ের ঠিক আগ মুহূর্তে তাদের কাজের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন। এ দিকে ক্যাটরিনাকেও দেখা যাচ্ছে একই পথে হাঁটতে। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই বলছেন বিয়ের আগাম প্রস্তুতি নিতেই ক্যাটরিনার এমন সিদ্ধান্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যাটরিনা অভিনীত সিনেমা ফ্যান্টম। সিনেমাটিতে তার বিপরীতে দেখা গিয়েছে সাইফ আলি খানকে। এছাড়া আদিত্য রয় কাপুরের বিপরীতে ফিত্তর (২০১৬) সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন ক্যাটরিনা। তারপরেই রয়েছে রণবীর কাপুরের বিপরীতে জাগ্গা জাসুস (২০১৬)। এরপরের তালিকায় রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বার বার দেখো (২০১৬) সিনেমাটি।