খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৫-এর স্টেজ মাতাবেন সঙ্গীতের জনপ্রিয় নাম জেনিফার লোপেজ। তবে পারফর্মার হিসেবে থাকার পাশাপাশি প্রথমবারের মতো অনুষ্ঠানটির হোস্ট হিসেবেও থাকবেন তিনি। এ বিষয়ে লোপেজ জানান, প্রতিবছর আমি এই অনুষ্ঠানটিতে পারফর্মার হিসেবে থাকি, কিন্তু এ বছর অনুষ্ঠানটির হোস্ট হিসেবে নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। আমার অনেকদিনের ইচ্ছে ছিল এই অনুষ্ঠানটিতে হোস্ট হিসেবে কাজ করার। এ বছর আমার সেই ইচ্ছেটি পূর্ণ হচ্ছে। আর এ জন্য আমি নির্বাচকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এবিসি এবং ক্লার্ক প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেনিফার লোপেজকে এই প্রথমবারের মতো ‘হোস্ট’ হিসেবে ঘোষণা করে।
উল্লেখ্য, আসন্ন অ্যালবাম ‘অল আই হেভ’ এর জন্য আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করবেন জেনিফার লোপেজ। ২২ নভেম্বর লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠানটি।