Wed. Oct 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 70৪৫ কেজি স্বর্ণসহ আটক তিন মালয়েশিয়ান নাগরিককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- হি উয়ই কংগ (৩৮), জুহারি বিন হারুন (৪১) ও মো. আজওয়ান বিন সালিহিন (২১)। এর আগে তাদের ওই আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। উল্লেখ্য, শনিবার সকালে আটকরা এমএইচ-০১০২ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। স্বর্ণগুলোর আনুমানিক মূল্য ১৭ কোটি টাকা। এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা হারুন উর রশিদ বাদী হয়ে এদিন বিমানবন্দর থানায় মামলা করেন।