Mon. Oct 13th, 2025
Advertisements

Nurul Islam Nahidখোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মসূচির ফলে শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর হয়েছে। লেখাপড়ায় মেয়েরা আজ ছেলেদের পাশাপাশি সমান যোগ্যতা প্রদর্শনে সমর্থ হয়েছে।

মন্ত্রী আজ ঢাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যে বই, উপবৃত্তি, চাকুরিতে কোটা সংরক্ষণের মতো বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এখন ছাত্রের চেয়ে অধিক সংখ্যক ছাত্রী পড়াশুনা করছে। তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও ছাত্রীসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে কলেজ পর্যায়ে এবং পাঁচ-ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রী সংখ্যা সমান হবে।

জনাব নাহিদ বলেন, দেশে শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিশ্বব্যাপী প্রশংসিত যে সাফল্য তাতে মূল ভূমিকা পালন করেছেন আমাদের শিক্ষকগণ। তিনি বলেন, সরকার শিক্ষকদের মানমর্যাদা ও স্বার্থ রক্ষায় সম্ভব সবকিছু করবে। সরকারের ওপর আস্থারেখে জাতিকে এগিয়ে নেয়ার মহান দায়িত্ব নিবেদিতপ্রাণে পালনের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান।